Jio Hotstar | ট্রফি RCB জিতলেও গোটা IPL জিতলেন আম্বানি! জিও হটস্টারে ম্যাচ দেখিয়ে কত টাকা উপার্জন করলেন আম্বানি?
Thursday, June 5 2025, 3:21 pm
Key Highlightsজিও হটস্টারে ফাইনাল ম্যাচ দেখেছেন প্রায় ৬৪ কোটি ৩০ লক্ষ দর্শক। গত বছর জিও সিনেমায় IPL ফাইনাল ম্যাচ দেখেছিলেন ৬০ কোটি ২০ লক্ষ মানুষ।
২০২৫ সালের IPL রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতলেও, গোটা IPL জিতলেন আম্বানি। তথ্য বলছে, জিও হটস্টারে ফাইনাল ম্যাচ দেখেছেন প্রায় ৬৪ কোটি ৩০ লক্ষ দর্শক। গত বছর জিও সিনেমায় IPL ফাইনাল ম্যাচ দেখেছিলেন ৬০ কোটি ২০ লক্ষ মানুষ। এদিকে জিও হটস্টারে ৬৩.১৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। ফলে এই বিপুল সংখ্যক দর্শক ম্যাচ দেখায় আখেরে পকেট ভরেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মনে করা হচ্ছিল এবারের IPL দেখিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রায় ৬০০০ কোটি টাকা উপার্জন করতে পারে।

