Shubhanshu Shukla | দ্বিতীয় ভারতীর 'মহাকাশ অভিযান', শুভাংশু শুক্লাকে মহাকাশে পাঠাতে কত খরচ করছে ভারত?
Thursday, June 26 2025, 10:24 am
Key Highlightsবেসরকারি সংস্থা অ্যাক্সিয়ম স্পেস এই প্রজেক্টে ভারতীয় মহাকাশচারীকে পাঠাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে ভারত।
দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাবেন শুভাংশু শুক্লা। বুধবার ১১ জুন ভারতীয় সময় বিকেল ৫:৩০ মিনিটে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট পাড়ি দেবে মহাকাশে। জানা গিয়েছে, বেসরকারি সংস্থা অ্যাক্সিয়ম স্পেস এই প্রজেক্টে ভারতীয় মহাকাশচারীকে পাঠাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে ভারত। অ্যাক্সিয়ম স্পেস ভারতের থেকে ৭০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩৮ কোটি টাকা নিচ্ছে। অ্যাক্সিয়ম স্পেসের শীর্ষকর্তা বলেন, ‘এই ৭০ মিলিয়নের মধ্যে রকেটে চেপে মহাকাশে যাত্রার পাশাপাশি নাসার মান অনুযায়ী প্রশিক্ষণের খরচও রয়েছে।’
- Related topics -
- দেশ
- ভারত
- মহাকাশ
- মহাকাশচারী
- মহাকাশযান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- অ্যাক্সিওম মিশন ৪

