Murshidabad-Nabanna | মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত? হিসেব চাইছে নবান্ন
Saturday, April 19 2025, 5:52 pm
Key Highlightsমুর্শিদাবাদের ধুলিয়ান এবং সামশেরগঞ্জের যে সব এলাকায় বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তার একটি তালিকা চেয়ে পাঠাল নবান্ন।
ওয়াকফ বিল পাশের কারণে গত কয়েক সপ্তাহ ধরে মুর্শিদাবাদের ধুলিয়ান এবং সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় অশান্তি চরমে উঠেছে। ভেঙে দেওয়া হয়েছে বাড়িঘর। হিংসা কবলিত অঞ্চলের মানুষদের জন্য আগেই ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন তিনি। এবার মুর্শিদাবাদে যে সব এলাকায় বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তার একটি তালিকা চেয়ে পাঠিয়েছে নবান্ন। তাঁদের ‘বাংলা আবাস প্রকল্পে’ বাড়ি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- মুর্শিদাবাদ
- ওয়াকফ বিল
- নবান্ন
- পশ্চিমবঙ্গ

