Balochistan | কীভাবে বালোচিস্তানে হামলা করা হয় ট্রেনের ওপর? প্রকাশ্যে এলো প্রথম ভিডিও

গতকাল ৫০০ জন যাত্রী বোঝাই ট্রেনে হামলা করে শতাধিক যাত্রীদের পণবন্দি করে রেখেছিলো বালোচ হামলাকারীরা।
গতকাল ৫০০ জন যাত্রী বোঝাই ট্রেনে হামলা করে শতাধিক যাত্রীদের পণবন্দি করে রেখেছিলো বালোচ হামলাকারীরা। কিন্তু কীভাবে করা হল এই হামলা? সেই ভিডিওই প্রকাশ্যে আনল বালোচ বিদ্রোহীরা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বালোচিস্তানের দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে পেশোয়ারগামী ট্রেনটি এগনোর সময় প্রথমে রেল লাইনের উপরে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বিস্ফোরণে ট্রেনটি দাঁড়িয়ে গেলেই আশেপাশের পাহাড় এবং টিলার অপেক্ষারত সশস্ত্র বালোচ হামলাকারীরা ট্রেনটি দখল করতে শুরু করে দেন। পণবন্দি করা হয় যাত্রীদের।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ভাইরাল
- হামলা