Raniganj Mine Explosion । খনিতে বিস্ফোরণ, রানিগঞ্জে উড়লো বাড়ি, ক্ষুদ্ধ গ্রামবাসী
Saturday, November 23 2024, 6:07 pm
Key Highlights
রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে পাথর ছিটকে ভাঙল একাধিক বাড়ি ঘর।
শনিবার রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ডিনামাইট বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে খনি সংলগ্ন এগাড়া সিং পাড়ার বাড়ি ঘর। এদিন বিকেলে কিছু বুঝে ওঠার আগেই দুমদাম শব্দ শুরু হয় চারপাশে। কারও এসবেস্টস ফুটো হয়ে বাড়ির ভেতরে ঢুকে বড় বড় পাথরের চাঁই, কারো বাড়ির টালির চাল ভেঙে পরে। এ ঘটনায় ক্ষুদ্ধ এবং উত্তেজিত গ্রামবাসীরা খনিতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খনি ছেড়ে পালিয়ে যান আধিকারিক ও কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।