Hyderabad Fire | চারমিনারের পাশের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ড! গুরুতর আহত ৭ জন

Sunday, May 18 2025, 5:49 am
Hyderabad Fire | চারমিনারের পাশের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ড! গুরুতর আহত ৭ জন
highlightKey Highlights

হায়দরাবাদের চারমিনারের সামনে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন।


রবিবার ভোর ৬টা নাগাদ চারমিনার লাগোয়া গুলজার হাউসের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের প্রথম তল থেকে ক্রমে ক্রমে উপরের তলেও পৌঁছে যায়। পুরোপুরি আগুনের গ্রাসে চলে যায় একটি তল। বাসিন্দারা নীচে নামতে না পেরে আগুন থেকে বাঁচতে ছাদে চলে যান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের আগুন নেভাতে ও উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। ৭ জন গুরুতর আহত হয়েছেন। এখনও পর্যন্ত ৫ জনকে উদ্ধার করতে পেরেছেন কর্মীরা। পাশের একটি বিল্ডিং বেয়ে উঠে উদ্ধারকাজ চালানো হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File