খেলাধুলা

Moumita Mondal | জাতীয় গেমসে সোনা-রুপো জয় হুগলির মৌমিতার! বাংলার মুখ উজ্জ্বল করলেন চায়ের দোকানির মেয়ে!

Moumita Mondal | জাতীয় গেমসে সোনা-রুপো জয় হুগলির মৌমিতার! বাংলার মুখ উজ্জ্বল করলেন চায়ের দোকানির মেয়ে!
Key Highlights

জাতীয় গেমসে ১০০ মিটার হার্ডলসে রুপো এবং লং জাম্পে সোনা জেতেন মৌমিতা।

বাংলার মুখ উজ্জ্বল করলেন হুগলির জিরাটের মেয়ে মৌমিতা মণ্ডল। জাতীয় গেমসে ১০০ মিটার হার্ডলসে রুপো এবং লং জাম্পে সোনা জেতেন মৌমিতা। বলা বাহুল্য, জিরাট স্টেশনে একটি ছোট চায়ের দোকান চালান মৌমিতার বাবা। মা গৃহবধূ। সাক্ষাৎকারে মৌমিতা বলেন, 'হার্ডলসে রুপো জেতায় একটু হতাশ ছিলাম। কিন্তু লং জাম্পে সোনা জয়ের পর সেটা কেটে গেছে।' মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১৩.১০ সেকেন্ড সময় নেওয়ায় সোনা জিতেছেন জ্যোতি ইয়াররাজি। মৌমিতা সময় নিয়েছিলেন ১৩.৩৬ সেকেন্ডে। ৬.২১ মিটার লাফিয়ে লং জাম্পে সোনা জেতেন এই বঙ্গ অ্যাথলিট।