Local Train Hazard | রেলগেট নিয়ে সমস্যা, আধ ঘন্টা রিষড়ায় স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভোগান্তি নিত্যযাত্রীদের

শনিবার রিষড়া স্টেশনের চার নম্বর রেলগেট যানজটের কারণে ব্যবহার করা যায়নি বেশ কিছুক্ষণ। আর সেই কারণে একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে।
শনির সন্ধ্যায় ট্রেন বিভ্রাট। এদিন ৭টা ১৫ মিনিট নাগাদ রিষড়া স্টেশনের চার নম্বর রেলগেট যানজটের কারণে বেশ কিছুক্ষণ জটলার সৃষ্টি হয়। এর জেরে প্রায় আধ ঘণ্টা রিষড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে একাধিক লোকাল ট্রেন। হাওড়া টু বর্ধমান গ্যালোপিং লোকাল, হাওড়া টু গোঘাট এবং হরিপাল লোকাল আটকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। যানজট নিয়ন্ত্রণে এনে গেট সচল করার ব্যবস্থা করে তাঁরা। প্রায় আধঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে।
- Related topics -
- রাজ্য
- জেলা
- হাওড়া
- বর্ধমান
- ট্রেন
- ট্রেন অবরোধ
- লোকাল ট্রেন
- ট্রেন বাতিল