Hong Kong Fire | হংকংয়ে জ্বলছে আবাসন, নিহত ১৩! লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, সর্বোচ্চ বিপদ সঙ্কেত জারি প্রশাসনের
Wednesday, November 26 2025, 3:35 pm
Key Highlightsএই ঘটনাকে ১৯৯৬ সালের গারলি বিল্ডিং অগ্নিকাণ্ডের পর থেকে হংকংয়ের সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড বলা হচ্ছে।
বুধবার বিকেলে উত্তর হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসন কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে এই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ‘৫ নম্বর অ্যালার্ম’ অর্থাৎ দেশের সর্বোচ্চ বিপদ সঙ্কেত জারি করা হয়েছে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম অবস্থায় মৃত্যু হয় হংকং দমকল বিভাগের অফিসার হো র। কমপ্লেক্সের আটটি ব্লকের মধ্যে সাতটিতেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ৭০০ জনেরও বেশি কর্মী, দমকলের ১০০টিরও বেশি ইঞ্জিন এবং ৫৭টি অ্যাম্বুল্যান্স কাজ করছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- হং কং
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- মৃত্যু

