Homoeopathy | পোস্ট কোভিডের ৮৫ শতাংশ উপসর্গ কমিয়ে দিচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Thursday, November 7 2024, 6:18 pm
highlightKey Highlights

ডি এন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের চিকিৎসকদের এক গবেষণায় দেখা গিয়েছে, পোস্ট কোভিড ৮৫ শতাংশ উপসর্গ কমিয়ে দিচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ।


মহামারী করোনার প্রকোপ নিস্তেজ হয়ে গেলেও রয়েছে গিয়েছে প্রভাব! কারও বুক ধড়ফড়, কারও অবসাদ, কারও আবার প্রচণ্ড ক্লান্তি, ঘুম না হওয়া। স্নায়ুবৈকল্য, স্ট্রোক, হার্ট অ্যাটাকও বেড়েছে পোস্ট কোভিড জীবনে। এই পরিস্থিতিতে হোমিওপ্যাথি সাহায্য করতে পারে বলে দাবি করছেন চিকিৎসকরা! ডি এন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের চিকিৎসকদের এক গবেষণায় দেখা গিয়েছে, পোস্ট কোভিড ৮৫ শতাংশ উপসর্গ কমিয়ে দিচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ। ১০ হোমিওপ্যাথের এই গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে জার্নাল অব ইন্টিগ্রেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File