Neymar | 'ঘরের ছেলে ঘরে ফিরলো', ব্রাজিলে ফিরলেন নেইমার, ফের খেলবেন স্যান্টোসের হয়ে
Saturday, February 1 2025, 2:58 pm
Key Highlights
ছেলেবেলার ক্লাবে ফিরলেন নেইমার। ঘরের ছেলে ঘরে ফিরল। স্যান্টোসে নেইমারকে ঘিরে আবেগের বিস্ফোরণ।
'আল হিলালে ট্রেনিং সেশনগুলোর শেষে বিষণ্ণ লাগত।' তাই ঘরের ছেলে ফিরলো ঘরে। নিজের ছেলেবেলার ক্লাবে ফিরে এলেন তারকা ফুটবলার নেইমার। স্যান্টোসে নিজের ক্লাবে ফিরে আনন্দে কেঁদে ফেললেন ব্রাজিলীয় রাজপুত্র। বৃষ্টি মাথায় নিয়েই তাঁকে দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার অনুরাগী। স্যান্টোসে এবারে তিনি খেলবেন ১০ নম্বর জার্সিতে। পেলের ১০ নম্বর জার্সিতে গা গলিয়েই ফুটবল সম্রাট পেলেকে স্মরণ করলেন তিনি। সূত্রের খবর, পারিশ্রমিক আড়াই থেকে তিন কোটি ডলার কমিয়ে স্যান্টোসে ফিরেছেন তিনি।