অটোর উপরেই বাড়ি বানিয়েছেন চেন্নাইয়ের স্থপতি                            
Monday, March 1 2021, 4:06 pm
 Key Highlights
Key Highlightsমাঠের মধ্যে দাঁড়িয়ে অটোরিকশা। তার উপর আস্ত একটা বাড়ি। সেই বাড়ি আকারে হয়তো ছোট। কিন্তু থাকার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে তার মধ্যে। এ রকম ভ্রাম্যমান বাড়ির বেশ কয়েকটি ছবি সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। এর পরই অটোর উপর বাড়ি নিয়ে মেতেছেন নেটাগরকিরা।জানা গিয়েছে, অটোরিকশার উপর ওই বাড়ি বানিয়েছেন চেন্নাইয়ের স্থপতি অরুণ প্রভু। টুইটারে দেওয়া তথ্য অনুসারে, ওই বাড়িটি বানাতে খরচ হয়েছে ১ লক্ষ টাকা। সাধারণত বড় আকারের স্থাপত্য নিয়ে আলোচনায় মাতেন সাধারণ মানুষ। কিন্তু ছোট্ট জায়গার মধ্যে অসাধারণ এই সৃষ্টি মন জিতেছে মহীন্দ্রা সংস্থার চেয়ারম্যানের।