Hollywood-Robert Redford | প্রয়াত কিংবদন্তি পরিচালক-অভিনেতা রবার্ট রেডফোর্ড, শোকের ছায়া হলিউড জগতে

Tuesday, September 16 2025, 4:04 pm
highlightKey Highlights

মঙ্গলবার উটাহ’তে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হলিউডের কিংবদন্তি।


প্রয়াত হলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড।১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার উটাহ’তে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হলিউডের কিংবদন্তি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। অস্কারজয়ী এই অভিনেতা সানড্যান্স ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও হলিউডের স্বাধীন চলচ্চিত্রের পথিকৃত ছিলেন। ছয় ও সাতের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। ‘ওয়ার হান্ট’, ‘বুচ ক্যাসকেডি অ্যান্ড দ্য সানডান্স কিড’, ‘দ্য গ্রেট গ্যাটসবাই’, ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File