দোল উৎসবদোলযাত্রার আগে এক সপ্তাহ ধরে নানা উত্সবে মাতে শ্রীকৃষ্ণধাম মথুরা-বৃন্দাবন
গোটা দেশের থেকে দোল উত্সব বিশেষ চেহারায় ধরা পড়ে মধুরা ও বৃন্দাবনে। সারা বিশ্ব থেকে মথুরা-বৃন্দাবনের হোলি চাক্ষুস করতে সেখানে এই সময় পৌঁছে যান বহু মানুষ। এই বছর দোল উত্সব পালিত হবে ২৮ মার্চ এবং হোলি উদযাপন হবে ২৯ মার্চ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল উত্সব পালন করা হয়। এর আগের দিনটি ন্যাড়া পোড়া বা হোলিকা দহন নামে পরিচিত।
দোলের আগে এক সপ্তাহ ধরে নানা উত্সবে মেতে ওঠে শ্রীকৃষ্ণধাম মথুরা ও বৃন্দাবন।