করোনার প্রকোপে ১০ ক্যারিবিয়ান তারকা যাচ্ছেন না বাংলাদেশ সফরে।
Wednesday, December 30 2020, 10:22 am
Key Highlightsকরোনাভাইরাসের আতঙ্কে আগামী মাসে বাংলাদেশ সফরে যাচ্ছেন না কায়রন পোলার্ড-জেসন হোল্ডার সহ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ১০ জন শীর্ষ তারকা। বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিয়েছেন- টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, টেস্ট দলের সহ অধিনায়ক রোস্টন চেজ, য়ান ডে ক্যাপটেন কায়রন পোলার্ড, ড্যারেন ব্র্যাভ, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, এভিন লুইস এবং সামারাহ ব্রুকস।সেই সঙ্গে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন, শানে মরিচ। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কোভিড নীতি অনুযায়ী, যে কোনও ক্রিকেটার বিদেশ সফর থেকে নাম তুলে নিতে পারেন। কারণ বিষয়টা পুরোপুরি স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে জড়িত।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- বাংলাদেশ
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯

