Paris Paralympic 2024 | নিয়ন্ত্রণ রেখায় ডিউটি করার সময়ে ল্যান্ড মাইনে উড়ে যায় পা, প্যারালিম্পিক্সে সেই হোকাতো জিতলেন ব্রোঞ্জ
Saturday, September 7 2024, 7:33 am
Key Highlightsছেলেদের এফ৫৭ ক্যাটেগরির শট পুট ইভেন্টে ভারতের হয়ে ২৭তম পদক হিসেবে হোকাতো জিতেছেন ব্রোঞ্জ।
২০০২ সালে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ডিউটি করার সময়ে ল্যান্ড মাইনে উড়ে যায় তাঁর পা। দীর্ঘদিন কাটিয়েছিলেন হাসপাতালে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেও দমে থাকেননি নাগাল্যান্ডের অ্যাথলিট হোকাতো হটোজ়ি সেমা। ভারতের সেই বীর যোদ্ধা এবার প্যারিস প্যারালিম্পিক্সে আনলেন ব্রোঞ্জ। ছেলেদের এফ৫৭ ক্যাটেগরির শট পুট ইভেন্টে ভারতের হয়ে ২৭তম পদক হিসেবে হোকাতো জিতেছেন ব্রোঞ্জ। চতুর্থ চেষ্টায় তাঁর ছোঁড়া শট পুট অতিক্রম করে ১৪.৬৫ মিটার দূরত্ব। এই বিভাগে সোনা জিতেছেন ইরানি খেলোয়াড় ইয়াসিন খোসরাভি।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক্স
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪

