Hockey India League | ৭ বছর পর ফিরতে চলেছে হকি ইন্ডিয়া লিগ, প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি খেলবেন মহিলারাও
২০১৭ সালের পর ৭ বছর পর ফিরতে চলেছে হকি ইন্ডিয়া লিগ (HIL)। শুধু পুরুষদের জন্য নয়, এবছর মহিলাদের দলও থাকবে প্রতিযোগিতায়।
২০১৭ সালের পর ৭ বছর পর ফিরতে চলেছে হকি ইন্ডিয়া লিগ (HIL)। শুধু পুরুষদের জন্য নয়, এবছর মহিলাদের দলও থাকবে প্রতিযোগিতায়। পুরুষদের বিভাগে মোট ৮টি দল অংশ নেবে। মহিলাদের বিভাগে ৬টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। মূলত রৌরকেল্লা এবং রাঁচিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। হকি ইন্ডিয়া লিগ শুরুর আগে অনুষ্ঠিত হবে অকশনও। ১৩ থেকে ১৫ অক্টোবর চলবে খেলোয়াড় ক্রয় বিক্রয় পর্ব।
- Related topics -
- খেলাধুলা
- হকি
- ভারতীয় হকি টিম
- ভারতীয় মহিলা হকি টীম
- ভারতীয় হকি দল