HIV Infection | থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত নিতে এসে HIV সংক্রমিত হলো পাঁচ শিশু! ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালে তোলপাড়
Sunday, October 26 2025, 4:30 am
Key Highlightsসরকারি হাসপাতালে রক্ত নেওয়ার পরই সাত বছর বয়সি থ্যালাসেমিয়া শিশু-সহ কমপক্ষে পাঁচ জনের রক্ত পরীক্ষায় HIV পজিটিভ ধরা পড়েছে।
সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত নেওয়ার পরই বিপত্তি। HIV সংক্রমিত হলো পাঁচ শিশু। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসার সরকারি হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর পরিবার অভিযোগ করে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে তাকে এইচআইভি সংক্রামিত রক্ত দেওয়া হয়েছে। এরপরই অন্যান্য শিশুদের রক্তপরীক্ষার নির্দেশ দেওয়া হয়। সাত বছর বয়সি থ্যালাসেমিয়া শিশু-সহ কমপক্ষে পাঁচ জনের রক্ত পরীক্ষায় HIV পজিটিভ ধরা পড়েছে। শিশুদের শরীরে কী ভাবে দূষিত রক্ত গেল তা খতিয়ে দেখছে মেডিক্যাল টিম।
- Related topics -
- দেশ
- ঝাড়খন্ড
- থ্যালাসেমিয়া
- শিশু
- এইচআইভি

