অদ্ভুত ইতিহাস, শোভাবাজার লাল মন্দিরের সুড়ঙ্গ পথে যাওয়া যেত রাজবাড়ী !
Friday, November 13 2020, 6:31 am
Key Highlightsকলকাতার চিত্তরঞ্জন এভেন্যুয়ের শোভাবাজার মেট্রোর সামনে রাস্তার মাঝখানে এক মন্দির আছে, যা 'লাল মন্দির' নামে পরিচিত। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীন ভারত কেউ রাস্তা সংস্করণ বা মেট্রোর কাজের জন্য এই মন্দিরের গায়ে একটা আঁচ আসতে দেননি, বরং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৩ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। মন্দিরের বর্তমান পুরোহিত নীলাম্বর ভট্টাচার্য জানান, প্রায় ২৫০ বছর পূর্বে প্রসঙ্গত শোভাবাজার রাজবাড়ীর শক্তি আরাধনায় এই মন্দির তৈরী হয়েছিল। একটি সুড়ঙ্গের মাধ্যমে মন্দির ও রাজবাড়ী যাতায়াত করা যেত। সেই সময়কর দুর্ধর্ষ রঘু ডাকাত যোগমায়ার মূর্তিসহ রাজবাড়ীর সব ধন জলে ফেলে দেয়, পরে রাজা নবকৃষ্ণ দেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে আবার প্রতিষ্ঠা করেন।
- Related topics -
- ইতিহাস
- জেলা
- শোভাবাজার লাল মন্দির
- শোভাবাজার রাজবাড়ী

