প্রয়াত বিট যুগের শেষ চিত্রশিল্পী, বৈপ্লবিক স্পাটসা গ্যালারির প্রতিষ্ঠাতা দিমিত্রি গ্রাচিস

Wednesday, January 27 2021, 5:00 am
highlightKey Highlights

সান ফ্রান্সিসকো শহরের বুকে মাত্র চার বছরের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল ‘স্পাটসা গ্যালারি’। আর এই চার বছরেই যুক্তরাষ্ট্রের বিট মুভমেন্টের অন্যতম অঙ্গ হয়ে উঠেছিল এই প্রদর্শনশালা। এই গ্যালারির হাত ধরেই আমেরিকায় ভাষা পেয়েছিল বিমূর্ত অভিব্যক্তিবাদ এবং কিউবিজম। এই গ্যালারি সম্পূর্ণ নিয়ন্ত্রিত হত শিল্পীদের দ্বারা। সম্প্রতি চলে গেলেন সেই কিংবদন্তি স্পাটসা গ্যালারির প্রতিষ্ঠাতা এবং চিত্রশিল্পী দিমিত্রি গ্রাচিস। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। বিগত কয়েক মাসে ফুসফুসের সমস্যা বেড়ে গিয়েছিল অস্বাভাবিকভাবেই। পাওলো অল্টোর ভিএ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গত ৯ জানুয়ারি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই শিল্পী। মৃত্যু কালে গ্র্যাচিসের বয়স হয়েছিল ৮৮ বছর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File