Oscar 2025 | অস্কারের মঞ্চে হিন্দির জয়জয়কার, ভারতবাসীকে 'নমস্কার 'জানালেন সঞ্চালক কোনান ও’ব্রায়েন

৯৭তম একাডেমি পুরষ্কার শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমবারের মতো অনুষ্ঠানের উপস্থাপক হিন্দিতে বক্তব্য রাখেন।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজন করা হয়েছে ৯৭তম একাডেমি পুরষ্কার অ্যাওয়ার্ডের। অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন টেলিভিশন উপস্থাপক, কৌতুকাভিনেতা 'কোনান ও’ব্রায়েন'। অনুষ্ঠানটি সারা বিশ্বে সম্প্রচারিত হচ্ছে। তাই উপস্থাপনা করার সময় অস্কারের ইতিহাসে প্রথমবার উপস্থাপক ও’ব্রায়েন ভারতীয়দের উদ্দেশ্যে হিন্দিতে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘ভারত কে লোগো কো নমস্কার। ওয়াহা সুভা হো চুকি হ্যায়, তো মুঝে উমিদ হ্যা কি আপ নাশতা খাতে খাতে অস্কার দেখনা।’ তিনি স্প্যানিশ, চিনা এবং অন্যান্য ভাষার মানুষকেও স্বাগত জানান।
- Related topics -
- আন্তর্জাতিক
- অস্কার পুরস্কার
- অস্কার মনোনয়ন
- হিন্দি
- ভারতীয়
- ভাষা
- লস এঞ্জেলস