Himachal Pradesh | বর্ষায় বানভাসি হিমাচল প্রদেশ, হড়পা বানে ভেসে গেলো ২০জন, মৃত ২

Thursday, June 26 2025, 4:55 am
Himachal Pradesh | বর্ষায় বানভাসি হিমাচল প্রদেশ, হড়পা বানে ভেসে গেলো ২০জন, মৃত ২
highlightKey Highlights

কাঙ্গরা জেলায় হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। উদ্ধার হয়েছে দুই শ্রমিকের মৃতদেহ।


বর্ষার শুরুতেই বানভাসি হিমাচল। বুধবার দিনভর বৃষ্টি হয়েছে হিমাচলে। লাগাতার বৃষ্টির জেরে মানালি টু চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত কুলু। কাঙ্গরা জেলার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ করছিলেন শ্রমিকরা। প্রবল বৃষ্টির জেরে কাজ বন্ধ থাকায় এক অস্থায়ী ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। আচমকা খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায়। জলের তোড়ে ভেসে গিয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। উদ্ধার হয়েছে দুই শ্রমিকের মৃতদেহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File