Himachal Pradesh | প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত প্রায় ৬৩! ক্ষতি হয়েছে ৪০০ কোটি টাকার সম্পত্তির!
Friday, July 4 2025, 10:02 am

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। টানা বৃষ্টি, ধসে মৃত্যু হয়েছে প্রায় ৬৩ জনের!
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। টানা বৃষ্টি, ধসে মৃত্যু হয়েছে প্রায় ৬৩ জনের! ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪০০ কোটি টাকার সম্পত্তি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাণ্ডি জেলা। খারাপ পরিস্থিতি কুল্লু এবং সিমলারও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। বন্যায় ভেসে গিয়েছে অন্তত ১৬৪টি গবাদি পশু। ভেঙেছে ১৫০র বেশি বাড়ি। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাজ্যের ২৪৬টি রাস্তায় যোগাযোগ। বন্ধ ৭৮৪টি জল সরবরাহ কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রাকৃতিক দুর্যোগ
- বন্যা
- ভূমিধস
- হিমাচলপ্রদেশ
- হিমাচল প্রদেশ