Himachal Pradesh | হিমাচলে ৩০০ মিটার খাদে গড়িয়ে পড়ল যাত্রিবাহী বাস! মৃত কমপক্ষে ৮, আহত একাধিক

Friday, January 9 2026, 1:45 pm
Himachal Pradesh | হিমাচলে ৩০০ মিটার খাদে গড়িয়ে পড়ল যাত্রিবাহী বাস! মৃত কমপক্ষে ৮, আহত একাধিক
highlightKey Highlights

সিরমৌর জেলার পুলিশ সুপার নিশ্চিত সিং নেগি বলেন, এই বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর সামনে এসেছে।


হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সিরমৌরের রেনুকাজি এলাকায়। সূত্রের খবর, এদিন সিমলা থেকে কুপভিরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। রেনুকাজি এলাকায় সংকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার নীচে খাদে গড়িয়ে পড়ে বাসটি। সেই সময়ে বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের অভিঘাতে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File