রাজ্য

Hilsa Fish | পুজোর আগেই ভারতে ঢুকলো পদ্মার ইলিশ, প্রথম দফায় কত কেজি রুপোলি শস্য ঢুকলো এদেশে

Hilsa Fish | পুজোর আগেই ভারতে ঢুকলো পদ্মার ইলিশ, প্রথম দফায় কত কেজি রুপোলি শস্য ঢুকলো এদেশে
Key Highlights

বাংলাদেশ সরকারের অনুমতি অনুযায়ী ইউনুস সরকারের উদ্যোগে প্রথম দফায় পাঠানো হয়েছে প্রায় ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ।

অবশেষে পুজোর মরশুমে বাঙালির রসনাতৃপ্তির রুপোলি ফসল ঢুকলো এদেশে। বাংলাদেশ সরকারের অনুমতি অনুযায়ী ইউনুস সরকারের উদ্যোগে মঙ্গলবার গভীর রাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে মোট সাতটি ট্রাক ভর্তি ইলিশ ঢুকেছে ভারতে। এই দফায় প্রায় ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ এসেছে। ভারতে ১,২০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১,৫২৫ টাকা। বাকি চালান কবে পৌঁছবে আশায় ব্যাবসায়ীরা।