NISAR | প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে ISRO ও NASA! আগামী বছরই উৎক্ষেপণ হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উপগ্রহ NISAR
ISRO এবং NASA যৌথভাবে তৈরি অত্যন্ত শক্তিশালী উপগ্রহ NISAR আগামী বছর মহাকাশে প্রেরণ করা হবে।
এবার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে ইসরো! ISRO এবং NASA যৌথভাবে তৈরি অত্যন্ত শক্তিশালী উপগ্রহ NISAR আগামী বছর মহাকাশে প্রেরণ করা হবে। এই শক্তিশালী স্যাটালাইট সারা বিশ্বে প্রাকৃতিকর দুর্যোগের কারণ যেমন ভূমিকম্প, ভূমিধস, দাবানল, ঘূর্ণিঝড়, হারিকেন, বৃষ্টি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং টেকটোনিক প্লেটের গতিবিধিকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করবে এবং আগেভাগেই সতর্ক করবে এবং মানুষকে নিরাপদে থাকতে সাহায্য করবে। উল্লেখ্য, NISAR স্যাটেলাইট হতে চলেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উপগ্রহ। এর নির্মাণে ব্যয় প্রায় ১০ হাজার কোটি টাকা।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- নাসা
- মহাকাশ
- প্রাকৃতিক দুর্যোগ