করোনার পাশাপাশি ক্রমশ সংক্রমণ ঘটাচ্ছে Norovirus, চিন্তায় মাথায় হাত বিশেষজ্ঞদের!
Monday, July 19 2021, 10:34 am

'নোরোভাইরাস'- এই ভাইরাস বিরাট আকারে সংক্রমণ ঘটায়। বিশ্বের চিকিৎসকমহলের কপালে চিন্তার হাত। যেসকল রোগীরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে তারা সমানতালে বমি ও পায়খানা করার ফলে কাহিল হয়ে পড়ছেন। জানা যাচ্ছে, ইংল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এই ভাইরাস। কিন্তু চিন্তার বিষয় হল, নোরোভাইরাসে আক্রান্ত হবার কোনো নির্দিষ্ট বয়স নেই। অন্যদিকে, ব্রিটিশ সরকার লকডাউন তুলে দিয়েছে। তাই মাস্ক পরা ও সামাজিক দুরত্বের নিয়মও শিথিল করা হয়েছে। এই ঘটনাই চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- করোনা ভাইরাস