HS Result | বেলা গড়ালেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

Wednesday, May 7 2025, 4:45 am
highlightKey Highlights

বুধবার দুপুর ২টো থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট দেখার জন্যে প্রথমে পরীক্ষার্থীদের WBCHSEর অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbchse.wb.gov.inএ ঢুকতে হবে।


পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় আজ উচ্চমাধ্যমিকেের ফলপ্রকাশ। সংসদ সূত্রে খবর, আজ ১২টা ৩০মিনিট সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হবে। বুধবার দুপুর ২টো থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট দেখার জন্যে প্রথমে পরীক্ষার্থীদের WBCHSEর অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbchse.wb.gov.inএ ঢুকতে হবে। তারপর নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে হবে। তারপর ‘Check Results’ বাটনে ক্লিক করলেই নিজের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File