HS Exam | পুরনো পাঠক্রমে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, এদিকে মহানগরের রাস্তায় বিক্ষোভে বাম ছাত্র সংগঠন
Monday, March 3 2025, 5:18 am
Key Highlightsএক দিকে যেমন কড়া নিরাপত্তার মাঝে চলবে উচ্চ মাধ্যমিক। সেই সময়ই ধর্মঘটে পথে নামবে রাজ্য বাম ছাত্র সংগঠন SFI।
আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুরনো পাঠক্রমে এই বছর শেষ উচ্চ মাধ্যমিক। পরের বছর থেকে চালু হচ্ছে সেমেস্টার সিস্টেম। এদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামছে বাম ছাত্র সংগঠন। পরীক্ষাথীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেজন্য অসংখ্য পুলিশ মোতায়েন হয়েছে সারা রাজ্যে। মোট ৭৯৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ‘স্পর্শকাতর’ কেন্দ্র বলে চিহ্নিত হয়েছে ১৩৬টিকে। বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সেসব কেন্দ্রে। নকল রুখতে সিসিটিভি, মেটাল ডিটেক্টরের মোড়কে মুড়েছে প্রত্যেকটি কেন্দ্র।

