SAvsNZ | পাক-ভূমিতে আজ হাইভোল্টেজ ম্যাচ, বৃষ্টি না হলে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ড

আজ, বুধবার লাহোরে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ড। চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া।
গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অজিদের রক্ষণ গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে ভারতের মুখোমুখি কোন দল খেলবে তা নির্ভর করছে আজকের ম্যাচের ওপর। আজ, বুধবার লাহোরে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ড। চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। পাকিস্তানে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। এদিনও সেই সম্ভাবনা রয়েছে। ফলে বিকল্প হিসেবে ৬ তারিখকেও লিস্টে রেখেছেন আয়োজকরা। তবে দুদিনই যদি খেলা না হয় তবে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যাবে ফাইনালে।