Kolkata Airport | 'কলকাতা বিমানবন্দর সংলগ্ন অংশে উচ্চ বহুতলের অনুমতি নয়,'- জানালেন পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম
Friday, June 20 2025, 2:58 pm

কলকাতা বিমানবন্দর সংলগ্ন অংশে উচ্চ বহুতলের অনুমতি নয়। জানিয়ে দিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম।
আহমেদাবাদের দুর্ঘটনার পরই টনক নড়েছে কলকাতার পুরসভার। কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, রাজারহাট, নিউটাউন, চিনারপার্ক, বাগুইআটি চত্বর, মধ্যমগ্রাম সংলগ্ন দোলতলায় বিটি কলেজ এলাকায় বহুতলগুলি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিশ পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নোটিশে লেখা আছে, বিমানবন্দর থেকে ২০ কিমি সীমানার মধ্যে কোনও বহুতল নির্মাণের জন্যে এয়ারপোর্ট অথরিটির ছাড়পত্র নিতে হবে। যারা ইতিমধ্যেই অনুমতি পেয়েছে, তাদেরকে আটকানো হবে না। তবে নতুন করে G+8 এর বাইরে অনুমতি দেওয়া হবে না।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম
- বিমানবন্দর
- বিমান
- কলকাতা পৌরসভা
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা