JU University | যাদবপুর ইস্যুতে সরব হাইকোর্ট, 'প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়' হুঁশিয়ারি বিচারপতির
Wednesday, March 5 2025, 5:06 pm

বিচারপতি বলেন,”নিরাপত্তা পায় এমন ব্যাক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন, সেক্ষেত্রে সমস্যা হবে। পরিস্থিতি যেন প্রতিবেশী রাষ্ট্রের মতো না হয়।”
যাদবপুর ইস্যুতে এবার সরব হাই কোর্ট। গোয়েন্দা বিভাগ ও পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্য রাজনীতিতে চরম বিশৃঙ্খলার সম্ভাবনা। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না এলে রাজ্যের পরিস্থিতি সামলানো কঠিন হবে, আশঙ্কা বিচারপতির। পুলিশকে কড়া হতে বললেন তিনি। বিচারপতি আরো বলেন,”নিরাপত্তা পায় এমন ব্যাক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন, সেক্ষেত্রে সমস্যা হবে। পরিস্থিতি যেন প্রতিবেশী রাষ্ট্রের মতো না হয়।” প্রসঙ্গত, পড়শী বাংলাদেশে নৈরাজ্য ছড়িয়েছিলো ছাত্র আন্দোলন থেকেই।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- বিচারপতি
- ছাত্র সংঘর্ষ
- আহত
- নিহত