Madhyamik | স্বস্তি মাধ্যমিক পরীক্ষার্থীদের! নতুন করে খুলবে পোর্টাল! অ্যাডমিট কার্ড মামলা নিয়ে বড় রায় হাইকোর্টের

Thursday, February 6 2025, 12:33 pm
highlightKey Highlights

বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ রায় দেয়, এখনও পর্যন্ত যে সব মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য অবিলম্বে অ্যাডমিটের ব্যবস্থা করতে হবে।


স্বস্তি পেলো অ্যাডমিট কার্ড না পাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীরা! নতুন করে পোর্টাল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ রায় দেয়, এখনও পর্যন্ত যে সব মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য অবিলম্বে অ্যাডমিটের ব্যবস্থা করতে হবে। আদালতের নির্দেশ, আগামী ৯ তারিখের মধ্যে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে হবে অ্যাডমিট কার্ড, আর এর জন্য সমস্ত খরচ বহন করবে স্কুল। যাদের অ্যাডমিট কার্ডে ভুল রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বোর্ডের অফিসে নিয়ে গিয়ে ঠিক করাতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File