R G Kar Case | 'এক্তিয়ার নেই'! হাইকোর্টে আরজিকর মামলায় ধাক্কা খেলো রাজ্য সরকার!
Friday, February 7 2025, 8:16 am
![highlight](/img/target.png)
হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ফাঁসি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।
আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদহ কোর্ট। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ্য হয় পশ্চিমবঙ্গ সরকার। CBI ও রাজ্য, পৃথকভাবে হাইকোর্টে ফাঁসির আবেদন করে। তবে এদিন মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ফাঁসি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। শুরু থেকেই CBI এই মামলার সঙ্গে যুক্ত ছিল। তাঁরাই তদন্ত করছিল। তাই আপাতত সর্বোচ্চ সাজা চাওয়ার কোনও এক্তিয়ার নেই রাজ্য সরকারের।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য সরকার
- পশ্চিমবঙ্গ সরকার