SSC | ২০১৬ প্যানেলের মেয়াদ শেষে নিয়োগ কাদের? তালিকা চাইলো হাইকোর্ট! চাওয়া হলো OMRও!
Thursday, November 27 2025, 8:19 am
Key HighlightsSSCর ২০১৬ সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কাদের নিয়োগ করা হয়েছিল? বৃহস্পতিবার সেই তালিকা তলব করলো হাইকোর্ট।
SSCর ২০১৬ সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কাদের নিয়োগ করা হয়েছিল? বৃহস্পতিবার সেই তালিকা তলব করলো হাইকোর্ট। ফলে এই তালিকায় নাম রয়েছে অথচ ২০২৫ এর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এমন চাকরিপ্রার্থীদের ভাগ্য নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের উপরে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সেই তালিকা তলবের পাশাপাশি ২০২৫ এর নিয়োগের লিখিত পরীক্ষার OMR আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এসএসসি
- কলকাতা হাইকোর্ট

