Kolkata HC | OBC কোটায় একাধিক শূন্যপদ, এদিকে নিম্ন আদালতে নেই বিচারপতি! ‘ক্ষুব্ধ’ হাই কোর্ট
Wednesday, March 26 2025, 4:17 am

হাই কোর্টের ওবিসি সংক্রান্ত নির্দেশের জেরে রাজ্যের নিম্ন আদালতে ওবিসি এ ও ওবিসি বি সংক্রান্ত শূন্যপদগুলি পূরণে স্থগিতাদেশ জারি করেছে হাই কোর্ট প্রশাসন।
নিম্ন আদালতে বিচারপতি না থাকায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রফিকুল শেখ নামে মালদহের এক ব্যক্তি। এ ঘটনায় উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। ওই ব্যক্তির জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। ফৌজদারি আদালতের শূন্যপদ পূরণে অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, সেদিনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ না মেনে নিম্ন আদালতগুলিতে ওবিসি সংক্রান্ত শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি হয়। এই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে হাই কোর্ট প্রশাসন।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- পশ্চিমবঙ্গ