আন্তর্জাতিক

Israel-Hezbollah | 'যুদ্ধবিরতি' ভঙ্গ করে ইজরায়েলের সেনাঘাঁটিতে হামলা হেজবোল্লার! পাল্টা আক্রমণ ইজরায়েলেরও

Israel-Hezbollah | 'যুদ্ধবিরতি' ভঙ্গ করে ইজরায়েলের সেনাঘাঁটিতে হামলা হেজবোল্লার! পাল্টা আক্রমণ ইজরায়েলেরও
Key Highlights

২৬ নভেম্বর যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ইজরায়েলের মন্ত্রিসভা। নীতিগত ভাবে এই চুক্তি অনুমোদন করেন নেতানিয়াহু।

গত ২৬ নভেম্বর যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ইজরায়েলের মন্ত্রিসভা। নীতিগত ভাবে এই চুক্তি অনুমোদন করেন নেতানিয়াহু। জানানো হয়, আপাতত ২ মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোনও হামলা চালাবে না দুপক্ষ। কিন্তু আসলে এখনও দুপক্ষের মধ্যে জারি রয়েছে সংঘর্ষ। সূত্রে খবর, গতকাল সোমবার গির্জায় লুকিয়ে ইজরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালায় হেজবোল্লা। পাল্টা আক্রমণে লেবাননে আছড়ে পড়ে ইজরায়েলি সেনার রকেট। এই ঘটনায় হেজবোল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।