Budget 2025 | কী কী সস্তা হলো ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে? দেখে নিন একনজরে
রইলো ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী সস্তা পণ্যের লিস্ট।২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে ৩৬টি ওষুধে শুল্ক ছাড়, উড়ান ও রেল উন্নয়নে জোর, মূল্যবৃদ্ধি-হ্রাস এখনও অস্পষ্ট।
কেন্দ্রীয় বাজেট ২০২৫এ ক্যানসার সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এলইডি, জিঙ্ক, কোবাল্টের পণ্য, লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্র্যাপ, ১২ টি বিশেষ খণিজ ক্রিটিক্যাল মিনারেল ইত্যাদিতে শুক্ল ছাড় দেওয়া হবে। বৈদ্যুতিন পণ্য, মোবাইলের ব্যাটারি, চামড়ার জ্যাকেট, পার্স, বেল্টের ওপর থেকেও শুল্ক সরানো হলো। জাহাজ নির্মাণের কাঁচামালের ওপর থেকে শুল্ক সরানোর ঘোষণা হয়েছে। ফ্রোজেন মাছের পেস্ট (সুরিমি) এবং অ্যানালগ পণ্যের ওপরে শুল্ক ৫ শতাংশ করা হয়েছে।