Viral RPF Constable | একরত্তি সন্তানকে বুকে আগলেই ডিউটি! স্বামী কোথায়? জানালেন ভাইরাল মহিলা RPF কন্সটেবল!

Wednesday, February 19 2025, 1:15 pm
highlightKey Highlights

তিন সন্তানের মা রীনা জানান, পদপিষ্টর ঘটনার দিন ছুটিতে ছিলেন তিনি। পরের দিন ছুটি থাকলেও জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল হয়।


'মায়েরা সব পারেন'! এই কথাটা আবারও সত্যি করে দিলেন মহিলা RPF রীনা। নয়াদিল্লিতে পদপিষ্ঠ হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনার পরই ভাইরাল তিনি। কারণ কোলে একরত্তি সন্তানকে নিয়েই ডিউটি করছেন রীনা। কিন্তু কেন? তিন সন্তানের মা রীনা জানান, পদপিষ্টর ঘটনার দিন ছুটিতে ছিলেন তিনি। পরের দিন ছুটি থাকলেও জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল হয়। ডিউটিতে ডাক পেতেই দুই মেয়েকে ডে কেয়ারে রেখে আসলেও এক বছরের ছেলেকে রেখে আসার সুযোগ ছিল না। এদিকে স্বামী CRPF জওয়ান, বর্তমানে পোস্টিং জম্মু কাশ্মীরে। ফলে ছেলেকে কোলে করেই ডিউটি করেন রীনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File