রাজনৈতিক

Hemant Soren । জেল থেকে মুক্তি পাওয়ার ৮ দিনের মাথায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন!

Hemant Soren । জেল থেকে মুক্তি পাওয়ার ৮ দিনের মাথায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন!
Key Highlights

জেল থেকে ছাড়া পাওয়ার আটদিনের মাথায় নিলেন শপথ। গত ৩১ জানুয়ারি ইডি গ্রেফতার করেছিল হেমন্ত সোরেনকে।

 ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। জেল থেকে ছাড়া পাওয়ার আটদিনের মাথায় নিলেন শপথ। গত ৩১ জানুয়ারি ইডি গ্রেফতার করেছিল হেমন্ত সোরেনকে। জমি জালিয়াতি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে ২৮ জুন থেকে ছাড়া পান ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার এক্সকিউটিভ প্রেসিডেন্ট। উল্লেখ্য, বুধবার সন্ধে সাতটা নাগাদ রাজভবনে পৌঁছন চম্পাই সোরেন (Champai Soren Jharkhand)। রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফা জমা দেন তিনি। ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানান হেমন্ত।