Sikkim | সিকিমে তীব্র তুষারপাত, ছাঙ্গু ও নাথুলায় আটকে পর্যটক বোঝাই কয়েকশো গাড়ি!
Wednesday, April 16 2025, 2:58 am
Key Highlightsমঙ্গলবার, বাংলা নববর্ষের প্রথম দিনেই সিকিমে প্রবল তুষারপাত। এর জেরে আটকে যায় পর্যটকদের গাড়ি।
মঙ্গলবার নববর্ষের দিন হাজারেরও বেশি পর্যটক ছাঙ্গু এবং নাথুলায় ঘুরতে গিয়েছিলো। এদিকে গত কয়েকদিন ধরেই সিকিমের লাচুং, লাচেন সহ বিভিন্ন এলাকায় প্রবল ঝড়বৃষ্টি সহ তুষারপাত হচ্ছে। এর জেরে ফেরার পথে ছাঙ্গু ও নাথুলার রাস্তায় আটকে গিয়েছে পর্যটক বোঝাই কয়েকশো গাড়ি। ওই গাড়িগুলিতে রয়েছেন বয়স্ক এবং শিশুরাও। পর্যটকদের উদ্ধারে নামানো হয়েছে সেনা। রাস্তার বরফ পরিষ্কার করে একে একে গাড়িগুলোকে নিচে নামাচ্ছেন তাঁরা। তবে পর্যটকেরা অবশ্য এই তুষারপাত রীতিমতো উপভোগ করছেন। অধিকাংশই নেমে এসেছেন রাস্তায়।

