Kashmir Snowfall | হিমাচল ও কাশ্মীরে ভারী তুষারপাত! আটকে প্রায় ৫ হাজার পর্যটক! ২৭ বছরে এই প্রথম ডিসেম্বরে রেকর্ড বৃষ্টি দিল্লিতে

Saturday, December 28 2024, 7:10 am
highlightKey Highlights

শুক্রবার থেকে হিমাচল প্রদেশের ছ’টি জেলায় তীব্র তুষারপাত হয়েছে। এর মধ্যে রয়েছে স্পীতি, চাম্বা, কাঙরা, কুলু, শিমলা এবং কিন্নৌর।


হিমাচল ও কাশ্মীরে ব্যাপক তুষারপাত। শুক্রবার থেকে হিমাচল প্রদেশের ছ’টি জেলায় তীব্র তুষারপাত হয়েছে। এর মধ্যে রয়েছে স্পীতি, চাম্বা, কাঙরা, কুলু, শিমলা এবং কিন্নৌর। শনিবারও এই এলাকাগুলিতে শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে IMD। ভারী তুষারপাতের জন্য কুলুতে সোলাং নালা স্কি রিসর্ট এলাকায় প্রায় পাঁচ হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর। অন্যদিকে, গত ২৭ বছরে এই প্রথম ডিসেম্বরে এত ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতে। তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বেড়েছে বাতাসের গুণমানও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File