Sivok Rangpo Tunnel | ভারী বৃষ্টিপাতে ধসে পড়লো সেবক-রংপো রেল প্রকল্পের সুড়ঙ্গের দেওয়াল!

Tuesday, August 5 2025, 3:29 pm
highlightKey Highlights

ধসের জেরে বিপর্যয় উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে সরাসরি রেল সংযোগ স্থাপনকারী সেবক রংপো রেল প্রকল্পে।


ধসের জেরে বিপর্যয় উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে সরাসরি রেল সংযোগ স্থাপনকারী সেবক রংপো রেল প্রকল্পে। ভেঙে পড়েছে ৭ নম্বর টানেলের এডিট স্লোপ প্রোটেকশন। হুড়মুড়িয়ে নেমে আসে পাহাড়ি মাটি ও পাথরের চাঙড়, ভেঙে পড়ে সুরক্ষা দেওয়ালও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত থেকে টানা ভারী বৃষ্টিপাতের ফলে মাটি আলগা হয়ে যায়। এপরই ধসে পড়ে নির্মীয়মাণ রেল প্রকল্পের ওই অংশ। যদিও এই বিপর্যয়ে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিষ্কার ও মেরামতির কাজ শুরু করেছে ইঞ্জিনিয়ারিং ও সেফটি টিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File