Stubble Burning | জমিতে ফসলের গোড়া পোড়ালেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা! বায়ু দূষণ রুখতে কড়া ব্যবস্থা কেন্দ্রের

Thursday, November 7 2024, 6:23 am
highlightKey Highlights

এবার থেকে কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ালেই জরিমানা দিতে হবে কৃষকদের।


শীতকাল আসতেই কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ানোর জেরে বায়ু দূষণের চাদরে ঢেকে যায় উত্তর ভারত। তবে এবার দূষণে লাগাম লাগাতে বড়সড় বদল আনল কেন্দ্র। এবার থেকে কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ালেই জরিমানা দিতে হবে কৃষকদের। বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়েছে, ২ একরের কম জমিতে ফসলের গোড়া পোড়ালে জরিমানা দিতে হবে ৫ হাজার টাকা। দুই থেকে পাঁচ একর জমিতে ফসল পোড়ালে জরিমানা ১০ হাজার টাকা। জমির পরিমাণ ৫ একরের বেশি হলে জরিমানা দিতে হবে ৩০ হাজার টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File