আবহাওয়া

Weather Update | রঙের উৎসবের মাঝেই তাপপ্রবাহের দাপট! সতর্কবার্তা জারি দক্ষিণবঙ্গের ৪ জেলায়!

Weather Update | রঙের উৎসবের মাঝেই তাপপ্রবাহের দাপট! সতর্কবার্তা জারি দক্ষিণবঙ্গের ৪ জেলায়!
Key Highlights

তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়।

মার্চ মাসের মাঝামাঝি আসতে না আসতেই ক্রমশ বাড়ছে গরম। এই আবহে আরও খারাপ খবর শোনালো IMD। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৪ মার্চ উত্তর পশ্চিম ভারতের সমভূমি মেঘলা থাকবে এবং কিছু শহরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই চার জেলাতে তাপপ্রবাহ চলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।