আর জি কর কান্ড

RG Kar-Supreme Court | সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে বুধবার! হলফনামায় কী জমা দিল রাজ্য?

RG Kar-Supreme Court | সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে বুধবার! হলফনামায় কী জমা দিল রাজ্য?
Key Highlights

ধবার আরজিকর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে সকাল সাড়ে দশটায় শুনানির সম্ভাবনা রয়েছে।

পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি! সূত্রের খবর, বুধবার আরজিকর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে সকাল সাড়ে দশটায় শুনানির সম্ভাবনা রয়েছে। এদিন নিরাপত্তা পরিকাঠামো সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে সে বিষয়ে, সিভিক নিয়ে হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে রাজ‍্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা পরিকাঠামো সহ অন্য কাজে ১২৩ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ইতিমধ্যেই ডিউটি রুম তৈরির কাজ হয়েছে ৯৭ শতাংশ। শৌচাগার তৈরির কাজ হয়েছে ৯৫ শতাংশ।