RG Kar Case | আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যেতে পারে আরজিকর মামলার শুনানি! স্ট্যাটাস রিপোর্ট জমা দিলো CBI
মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, ৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে।
আরজিকরের চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, ৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। আশা করা হচ্ছে শুনানি প্রক্রিয়া আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। শিয়ালদহ আদালতে এই মামলার ট্রায়াল শেষ হওয়ার পরে অভিযুক্ত বা অভিযুক্তদের দোষীসাব্যস্ত করা হবে। মাসখানেকের মধ্যে যদি নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শেষ হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যেতে পারে।