অস্বাভাবিক চুল পরে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে কি কি করবেন, একবার মিলিয়ে নেওয়া যাক!

Wednesday, November 4 2020, 12:33 pm
highlightKey Highlights

বিশ্বে প্রতি ৪ জনের মধ্যে একজন অস্বাভাবিক চুল পরে যাওয়ার সমস্যায় ভোগেন। ডাক্তারি মতে, প্রতিদিন ৫০ থেকে ১০০ টি চুল পরে যাওয়া স্বাভাবিক। সমস্যা তখনই হয় যখন নতুন চুল গজায় না। চুল পড়া কম করতে আমরা অনেক কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করি, যা অত্যন্ত ক্ষতিক্ষরক। এই সমস্যা থেকে মুক্তি পেতে সপ্তাহে অন্তত একদিন নারকেল তেল মাখতে হয়; সম্ভব হলে ডিম্,মেথি, দই দেওয়া প্যাক মাখতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার মাস্ট। গরম জল বা গরম হাওয়া একদম নয়। তাতেও যদি অসুবিধা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File