আজকের দিনটিকে কি কারণে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয় - আসুন জেনে নেওয়া যাক...
Tuesday, June 8 2021, 8:24 am
Key Highlightsকথাতেই আছে 'দুধ না খেলে হবে না ভালো ছেলে'। তবে বর্তমান করোনা আবহকালে নিয়মিত দুধ না খেলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতায় খামতি থেকেই যায়। দুধে প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকে। ২০০১ সালে আজকের দিনে দুধের গুরুত্বকে বোঝানোর জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 'বিশ্ব দুগ্ধ দিবস' চালু করে । নিয়মিত দুধ খেলে শরীরের হাড় ও দাঁত শক্ত থাকার পাশাপাশি পেশির বৃদ্ধি ঘটে, শরীরের ক্লান্তি দূর হয় এবং চামড়ার উজ্জ্বলতা বাড়ে। এবছরের থিম হল, ‘সাসটেইনেবিলিটি ইন দ্য ডেইরী সেক্টর অ্যালং উইথ এমপাওয়ারিং দ্য এনভায়রনমেন্ট, নিউট্রেশন অ্যান্ড সোসিও ইকোনোমিক'।
- Related topics -
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- দুধ

