Sandakphu Trek । এবার সান্দাকফু দেখতে হলে লাগবে এই বিশেষ সার্টিফিকেট
Tuesday, November 26 2024, 5:16 pm
Key Highlights
সম্প্রতি সান্দাকফু ট্রেক করতে গিয়ে কয়েক জনের মৃত্যুর পরে এবার পর্যটকদের ফিটনেস টেস্ট করার ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন।
সান্দাকফু ট্রেকিং এ ঘনঘন পর্যটকদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে দার্জিলিং জেলা প্রশাসনের। পাহাড়ে উচ্চতার কারণে আবহাওয়ার তারতম্য ঘটে, ফলে শরীর ওই তাপমাত্রায় মানিয়ে নিতে অনেকটা বেশি সময় নেয়। শারীরিক অসুস্থতায় মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায়, ট্রেকিংয়ের আগে ‘মেডিক্যাল সার্টিফিকেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরকারি সূত্রের খবর, রাজ্যের অনুমোদনে জেলা প্রশাসন এবং জিটিএ যৌথ ভাবে সান্দাকফুর ঘোরাঘুরির একটি নির্দেশিকা তৈরি করেছে। কয়েক দিনের মধ্যেই জেলাশাসক সেই নির্দেশিকা কার্যকর করবেন বলে খবর